Khoborerchokh logo

গাইবান্ধার ঢোলভাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ পদত্যাগ ও শাস্তির দাবিতে মানববন্ধন 46 0

Khoborerchokh logo

গাইবান্ধার ঢোলভাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ পদত্যাগ ও শাস্তির দাবিতে মানববন্ধন

তানিন আফরিন,গাইবান্ধা থেকে:
গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সারোয়ার রাব্বির সীমাহীন দুর্নীতি স্বজন প্রীতি স্বেচ্ছাচারিতা ও সরকারি অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠায় অধ্যক্ষের পদত্যাগ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢোলভাঙ্গা কলেজ রোডে  বৈষম্যবিরোধী ছাত্র, অভিভাবক ও স্থানীয় জনগণের আয়োজনে ঘন্টা ব্যাপী  মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মিজানুর রহমান এর সভাপতি উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন অভিভাবক এনামুল হক, ব্যবসায়ী শাহ মোঃ রুমন,সাংবাদিক নুর আলম সরকার, ছাত্র রুবেল সরকার, ছাত্র মিথুন সরকারসহ সচেতন এলাকাবাসী বক্তব্য প্রদান করেন। এ ব্যাপারে অধ্যক্ষ সারোয়ার রাব্বীকে প্রশ্ন করলে তিনি বলেন, কুচক্রী মহলের কিছু লোক তাদের স্বার্থ হাসিলের জন্য আমার উপর এই মিথ্যা অভিযোগ তুলেছে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com